সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চাইলেও বাবা মোবাইল দেননি, অভিমানে নিজেকে শেষ করে দিল আলিপুরদুয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী

RD | ০৪ মে ২০২৫ ২২ : ৩৭Rajit Das


প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: বাবাক কাছ থেকে মোবাইল ফোন চেয়েছিল অষ্ঠম শ্রেণির ছাত্রী। কিন্তু, বাবা তা দিতে অস্বীকার করেছিলেন। তাতেই অভিমান হয় ১৪ বছরের মেয়েটির। শেষমেষ আত্মঘাতী হয় সে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টা নাগাদ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক জংশন পল্লীমঙ্গল ক্লাব এলাকায়। আত্মঘাতী ছাত্রী নন্দিতা রায় কর্মকার নেতাজি বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রী। 

জানা গিয়েছে, এ দিন সকালে সুনন্দিতা সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ সেরে বাবার কাছে তার মোবাইল ফোনটি চেয়েছিলয। কিন্তু বাবা সুবোধ রায় কর্মকার তখন মেয়েকে মোবাইল ফোন দিতে অস্বীকার করেন। বাবা মানা করায় সুনন্দিতা নিজের কাজে ফিরে যায়। পরিস্থিতি স্বাভাবিকই ছিল। 

ঘটনার সময় সুনন্দিতার মা ঠাকুর পুজো দিচ্ছিলেন। দাদা এবং ঠাকুমা ঘরে ঘুমোচ্ছিলেন। আনুমানিক সকাল ১০টা নাগাদ মা পুজো সেরে ঘরে এসে দেখেন সুনন্দিতা একটি ঘরে নিজেকে বন্ধ করে রেখেছে। অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় বাড়ির সকলকে ডাকেন ছাত্রীটির মা। ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকতেই সকলে দেখেন, সুনন্দিতা ঘরের সিলিংয়ে গলায় গামছা বাধা অবস্থায় ঝুলছে। 

তড়িঘড়ি সুনন্দার বাবা এবং দাদা গলার গামছা খুলে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে।

আত্মায়ী ও প্রতিবেশীদের কথায়, পরিবারে কোনওরকম অশান্তি ছিল না। পরিবার এবং এলাকার প্রত্যেকে সুনন্দিতা'কে স্নেহ করত। তবে এই সামান্য বিষয় নিয়ে সুনন্দা এমন একটি হটকারী সিদ্ধান্ত নেবে সেটা তাঁরা মেনে নিতে পারছেন না।

এই বিষয়ে আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক ত্রিদিপেশ তালুকদার বলেন, "একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছাত্রীর এরকম মৃত্যু সত্যিই হৃদয় বেদনাদায়ক। বর্তমান শিক্ষা প্রেক্ষাপটে মোবাইলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এটা সত্যি যে, আমরা নিজেদের এমনভাবে মোবাইলে আত্মমগ্ন করে তুলছি যে সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। তবে শিশুদের মোবাইল দিলে কীভাবে তাদেরকে আমরা ম্যানেজ করব, তাই নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। শিশুমনে নানান রকম মান অভিমান থাকে। যদিও স্কুলে পড়ার সময় ওকে দেখে তেমন কোন ইঙ্গিত আমরা পাইনি। এটা আমাদেরই ব্যর্থতার ওকে আমরা সঠিক পথ দেখাতে পারিনি।"

এদিকে সুনন্দিতার মৃত্যুর কারণ খুঁজতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তার মৃতদেহ ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। 


AlipurduarSuicide

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া